এবার টুইটারে ভা’রতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভা’রতীয় জনতা পা’র্টিকে তো’প দাগ’লেন টালি’উড অ’ভি’নেত্রী তথা তৃণ’মূল সাংসদ নুসরা’ত জাহান। তার অ’ভি’যোগ, মোদি আর বিজে’পির হাতে পু’ড়ছে পুরো দেশ।
‘বিজেপিই অ’তি’মা’রী’ রাস্তায় নেমে এই স্লো’গান তুলে’ছিলেন তৃণমূ’ল নেত্রী তথা রাজ্যের মুখ্য’মন্ত্রী মমতা ব্যা’নার্জি। সেই সূত্রেই সোশ্যা’ল মি’ডিয়ায়, ‘সেভ বে’ঙ্গল ফ্রম বি’জেপি’ কর্ম’সূচি শুরু করেছিল তৃণ’মূল কংগ্রেস। ‘নি’জেকে বিজেপি থেকে সুরক্ষি’ত চি’হ্নিত করুন’ (মা’র্ক ইওর সেল্ফ ফ্রম বিজেপি) স্লো’গান ট্রেন্ড শুরু হয়।
এরই প’রিপ্রেক্ষিতে’ই শনি’বার টু’ইট করেন বসি’র’হাটের তৃণমূল সংসদ সদস্য অ’ভিনেত্রী নুসরাত জাহা’ন। সেখানে তিনি লিখেছেন, শ্রী নরেন্দ্র মোদি আর বিজেপির হাতে আমাদের দেশ পুড়’ছে। পাঁচ লাখেরও বেশি মানুষ রাজনৈতিক হিং’সা ও বৈষম্যে’র বি’রুদ্ধে ঐক্য’বদ্ধ হয়েছে। বাংলা’কে বাঁ’চাতে নিজে সুর’ক্ষিত হিসে’বে মা’র্ক করুন।
সোশ্যাল মিডি’য়ায় একা’ধিকবার প্রধা’নমন্ত্রী এবং বিজেপির বি’রুদ্ধে সরব হয়েছেন নুসরাত। নরেন্দ্র মোদির নী’রবতা নিয়ে প্রশ্ন তুলে’ছিলেন টালি’উডের এই অ’ভিনেত্রী।