অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের পরই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরবেন ভা’রত অধিনায়ক বিরাট কোহলি। জানুয়ারিতে তাদের প্রথম সন্তান পৃথিবীতে আসতে যাচ্ছে। কিন্তু কিছু লোক এই বিশেষ সময়টিকে নিয়ে সমালোচনা শুরু করেছে। অনেক সাবেক ক্রিকেটার কোহলির এই সিদ্ধান্তের পাশে দাঁড়ালেও কেউ কেউ বিরোধিতাও করেছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভা’রতের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার কপিল দেব।
দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের মতে, ‘মনে হয় না কোনও সফরে গিয়ে আম’রা মাঝপথে ফিরে আসার বিলাসিতা দেখাতে পারতাম। আর এই বিষয়ে আমি নিশ্চিত। সুনীল গাভাস্কার তো মাসের পর মাস ছে’লের মুখই দেখতে পায়নি। তখন ব্যাপার অন্য রকম ছিল। তবে পরিস্থিতি বদলায়। কোহলির প্রসঙ্গে বলতে পারি, বাবার মৃ’ত্যুর পরের দিনই সে মাঠে নেমে পড়েছিল। আর এখন সে নিজেই বাবা হওয়ার জন্য ছুটি নিচ্ছে। এখন এ রকমটা হয়তো করা যায়।’
এর আগে কোহলির ফিরে আসার ঘটনা নিয়ে সুনীল গাভাস্কার, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংরা বলেছিলেন, ৪ টেস্টের সিরিজের শেষ তিনটিতে কোহলিকে মিস করবে ভা’রত। কপিল আরও বলেছেন, ‘বিমানে চেপে তো ৩ দিনের মধ্যে যাওয়া-আসা করা যায়। আমি খুশি যে আজকের ক্রীড়াবিদরা এটা করার অবস্থায় পৌঁছেছে। আমি কোহলির জন্য খুশি। পরিবারকে দেখার জন্য সে ফিরে আসছে। আর সন্তানের জন্মের থেকে বড় প্যাশন হয় না।’