বাংলাদেশের ক্রিকেট’কে আজকের এই উচ্চ পর্যায়ে আনতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে সাকিব আল হাসান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, ভিন্ন সাঁঝে আসছেন সাকিব।তার চুলের সেই স্টাইলে পরিবর্তন এসেছে। ছাঁটাই নামের হোম স্যালুন থেকে চুল ছাঁটাই করেছেন সাকিব। সাকিবের নতুন বেশকে ‘নতুন বছরের রূপান্তর’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে ছাঁটাইয়ের ফেসবুক পেইজের স্টোরিতে।
প্রসঙ্গত, করো’নাকালের শুরুর দিকে সাকিব ছিলেন যু’ক্তরাষ্ট্রে। লকডাউনের কারণে অনেকদিন যেতে পারেননি সেলুন বা পার্লারে। এই সুযোগে চুল বড় রাখা শুরু করেন। সাকিবকে বড় চুলে দেখে ভক্তরাও পুলকিত হন। এরপর নিষেধাজ্ঞা চলাকালে বিকেএসপিতে নিবিড় অনুশীলন, ফিটনেস টেস্ট বা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ- সবখানেই লম্বা চুলের অধিকারী সাকিবকে দেখা গেছে।