অনলাইন ডেস্কঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন হয়ে পরা হতদরিদ্র, দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক, শ্রমিক, কর্মচারী, ভিক্ষুকসহ সকল শ্রেণী পেশার দরিদ্র জনগোষ্ঠীর তালিকা তৈরী করে এসব দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে দুদিন ব্যাপী ত্রান বিতরন কর্মসূচী পালন করেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬০ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আনোয়ার হোসেন মজুমদার। কাউন্সিলর জনাব আনোয়ার হোসেন মজুমদার বলেন, প্রতিটি ওয়ার্ডের সকল নেতা কর্মী ও বিত্তশীলদের করোনা মহামারী প্রতিরোধে গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানো উচিত।
এসময় সার্বিক ভাবে সহযোগিতা করেন ত্রান কমিটির সদস্য মকসুদুর রহমান সুজন, মোঃ শাহাজান ভোলা, মোঃ তারিকুল ইসলাম সোহাগ(সদস্য সচিব), আহসান উল্লাহ, জোসনা আক্তার (এনজিও কর্মী), এস আই কামাল (কদমতলী থানা), ইকরামুল হক শিমুল প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন কদমতলী থানার এ এস আই জনাব মামুন।
উল্লেখ্য, বিগত বহুদিন যাবৎ ৬০ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আনোয়ার হোসেন মজুমদার শারিরিক ভাবে অসুস্থ থাকার দরুন তার পক্ষে কাজ করে যাচ্ছেন তার দুই সহোদর মো: নুরু মিয়া ও মোঃ বশির উল্লাহ বশির।